সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম । শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মরহুম শামসুল হক এম.পি ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন অত্র বঙ্গবন্ধু সরকারি কলেজ। কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী নিরলসভাবে কাজ ও সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম হাতে নিয়েছে। কলেজের সকল তথ্য ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিবাবকদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে কলেজের ওয়েব সাইট খোলার জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে স্বাগত জানাই এবং কলেজের সমৃদ্ধি কামনা করি।
বঙ্গবন্ধু সরকারি কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত এর সুনাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই ধারাবাহিকতাকে অক্ষুন্ন রাখতে চাই। বর্তমান সময় প্রযুক্তি নির্ভর। আমরাও এই প্রযুক্তিকে কাজে লাগাবো আমাদের শিক্ষঙ্গনে। সরকারের ঘোষিত ভিশন ২০২১ অর্জনের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অত্র প্রতিষ্ঠান। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিষ্ঠান গড়েতোলা আমাদের অঙ্গীকার। তাই ওয়েব সাইটের মাধ্যমে কলেজের সকল তথ্য ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিবাবকদের কাছে পৌছে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু সরকারি কলেজ এর সুনাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই সুনামকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। শিক্ষা কার্যক্রমকে সুন্দর গতিশীল করার লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, সেই লক্ষ্যে ছাত্র/ছাত্রী,শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।